ইন্দাস: দুই নাবালিকা উদ্ধার করলো ইন্দাস থানা
Indus, Bankura | Nov 14, 2025 দুই নাবালিকা উদ্ধার করলো ইন্দাস থানা ! গতকাল সকাল নটা নাগাদ টিউশন যাবার নাম করে বাড়ি থেকে বের হয় দুই নাবালিকা বান্ধবী । সম্বল বলতে যৎসামান্য টাকা। ইন্দাস থেকে তারা বাসে করে যায় বর্ধমান আলিশা বাস স্ট্যান্ড , সেখান থেকে ১০৮ শিবমন্দির যেতে গিয়ে ভুল বাসে উঠে পড়ায় মাঝপথে দুজন বর্ধমান শহরে নেমে পড়ে । এদিকে মেয়ে দুটিকে টিউশন থেকে ফিরতে না দেখে উতলা হয়ে ওঠেন তাদের পরিবারবর্গ এবং অভিযোগ জানান ইন্দাস থানায়। রুজু হয় নির্দিষ্ট ধারায় কেস। সিসিটিভি ফুটেজ