ইটাহার: ইটাহারের একটি গ্রামে নাবালিকাকে কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বিহারের এক কিশোর, ১৪ দিনের জেল হেফাজত
কলা বাগানে নিয়ে গিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ইটাহারের একটি গ্রামে। গ্রেফতার বিহারের কিশোর। সোমবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদাপেশ করলে বিচারক ধৃতের ১৪ দিনের জেল ইটাহারের পুলিশ। ধৃতের নাম সোহেল আলি(১৯)। বাড়ি বিহারের কাটিহার জেলার আবাদপুর থানা এলাকায়। জানা গিয়েছে, গত ২১ সেপ্টেম্বর বিকেলে নাবালিকা জমিতে ছাগলের ঘাস কাটতে যায়। সেই সময় নাবালিকার মুখ চেপে ধরে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ।