বনগাঁ: গ্রামের মধ্যে মধুচক্রের আসর বসানোর অভিযোগ, কয়কজন মহিলা ও যুবকে ঘরের মধ্যে আটকে রাখলো জনতা, বনগাঁ থানা এলাকার ঘটনা
গ্রামের মধ্যে মধুচক্রের আসর বসানোর অভিযোগ, কয়কজন মহিলা ও যুবকে ঘরের মধ্যে আটকে রাখলো জনতা, ধৃতদের উদ্ধার করতে এলে পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি । সোমবার ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার চাঁদা জামতলা এলাকায়। । খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর পুলিশ আজ দুপুর তিনটা নাগাদ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে এসেছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে।