মোহনপুর: একুশে জুলাই এর সমর্থনে মোহনপুরে মিছিল করল তৃণমূল, উপস্থিত বিধায়ক
একুশে জুলাই কলকাতার ধর্ম তলায় শহীদ স্মরণ সভা আয়োজিত হবে। বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। উক্ত কর্মসূচিকে সফল করতে বিভিন্ন প্রান্তে চলছে প্রস্তুতি মিছিল ও সভা। সেই মতো পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে বুধবার একুশে জুলাই এর সমর্থনে মিছিল আয়োজিত হল। মিছিলটি মোহনপুর বাজার পরিক্রমা করে। উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, নির্মাল্য চক্রবর্তী, মামনি মান্ডি প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যরা।