আমবাসা: বন্যায় ক্ষতিগ্রস্ত ও মৎস্য সহায়ক যোজনার আওতায় ধলাই জেলার ৪,২৫৫ জন মৎস্যচাষীকে আর্থিক সহায়তা প্রদান
Ambassa, Dhalai | Sep 23, 2025 আজ ধলাই জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটের কনফারেন্স হলে বেলা ১১ টায় জেলাভিত্তিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৪৮৫ জন মৎস্য চাষীকে ৫ হাজার ৭শ ৬০ টাকা করে প্রদান ও মৎস্য সহায়ক যোজনার মাধ্যমে ৭৭০ জন মৎস্যচাষীকে ৬ হাজার টাকা প্রদান পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রত্যেকের ব্যাংক একাউন্টে এই অর্থরাশি পৌঁছে যাবে।