মেদিনীপুর: প্রাথমিক টেট নিয়ে পিটিশানের উদ্যোগ নিতেই শুভেন্দুর কটাক্ষ! মেদিনীপুরে জবাব দিলেন শাসকদলের শিক্ষক নেতারা
সুপ্রিম কোর্টের নির্দেশে পুরনো প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষায় পাস করতে হবে। না হলে থাকবে না চাকরি। ফাঁপরে পড়া এমন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে পিটিশনের উদ্যোগ নিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের শাসক দলের শিক্ষক নেতারা। শুভেন্দু অধিকারী কটাক্ষ-পিটিশনের নামে নাকি টাকা তুলছেন শাসকদলের নেতারা। তারই পাল্টা জবাব দিলেন মেদিনীপুরে শাসকদলের শিক্ষক নেতা সাংবাদিক সম্মেলন করে।