মেদিনীপুর: "অভিমানে বসে যাওয়া পুরনো কর্মীদের সম্মান দিন"-মেদিনীপুরে তৃণমূলের নেতাদের বার্তা মুখপাত্র ঋজু দত্তের
"দলের শুরুতে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। এমন কর্মীদের ডেকে সম্মানিত করুন। সম্মান দিন তাদের, পরামর্শ গ্রহণ করুন"-মেদিনীপুরে যুব তৃণমূল নেতাদের উদ্দেশ্যে বার্তা দিলেন রাজ্য তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত ।