মেমারি ১: স্বামী স্ত্রী ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়ী পুকুরে, মেমারির ঘোষ গ্রামে চাঞ্চল্য
শুক্রবার রাত ৯ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত ঘোষ গ্রামে শঙ্করপুর কালনা রোডে একটি পুকুরের চার চাকা গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে যায়। জানা যাচ্ছে গাড়ীর মধ্যে ছিলো হাটবাকসা গ্রামের দম্পতি। স্বামী বেঁচে গেলেও স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। গাড়িটি পুকুর থেকে তোলা হয়েছে।