বিলোনিয়া: বিলোনিয়া মুহুরী নদীর রতন মনি সেতুর নিচে থেকে উদ্ধার হয় অস্ত্র
দীর্ঘ প্রায় দুই মাস আগে বিলোনিয়া সাতমুড়া সি এম ও অফিস সংলগ্ন এলাকার গৃহবধূ কণা দেবনাথ দাস হত্যা মামলায় অভিযুক্ত স্বামী মোহাম্মদ মিয়া এবং দোলন দাসের স্বীকারোক্তি মূলে এবং তাদের উপস্থিতিতে বিলোনিয়া মুহুরী নদীর রতন মনি সেতুর নিচে থেকে উদ্ধার হয় অস্ত্র। গৃহবধূ কনা দেবনাথকে খুন করে অস্ত্র ফেলে দেওয়া হয়েছিল মুহুরী নদীর রতন মনি সেতু নিচে । সে জায়গা থেকে মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ পুলিশ এসডি আরএফ দলের ডুবুরিদের সাহায্যে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ