হেমতাবাদ: হেমতাবাদের বামইর বুথে CPIM এ যোগদান ১৫ টি পরিবারের
সামনেই বিধানসভা নির্বাচন তার আগেই ভাঙন তৃণমূল কংগ্রেসে। হেমতাবাদ ব্লকের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত এর বামইর বুথের ১৫টি পরিবার তৃণমূল ছেড়ে সি পি আই এম এ যোগদান করলেন। রবিবার বিকেলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। হেমতাবাদ এরিয়া কমিটির সম্পাদক কমরেড হান্নান আলী চৌধুরী, সারা ভারত কৃষক সভার সহ সভাপতি কমরেড দিলীপ দাস, কমরেড ওয়াজেদ হোসেন সরকার, কমরেড আরশাদ আলী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।