দাঁতন ১: গ্রামীণ শিক্ষাকে ত্বরান্বিত করতে ৩০০ জন পরীক্ষার্থীদের নিয়ে MMSS-SAT 2025 পরীক্ষা আয়োজন!
গ্রাম বাংলার শিক্ষাকে ত্বরান্বিত করতে ও গ্রামের পড়ুয়াদের এগিয়ে দিতে এমএমএসএস, সেট দু হাজার পঁচিশ পরীক্ষার ব্যবস্থা করল মনোহরপুর মাতৃ সেবক সংঘ। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক নম্বর ব্লকের মনোহরপুরে প্রায় তিন শতাধিক পড়ুয়াদের নিয়ে এই বিশেষ পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের নিয়ে একটি সেমিনারেরও ব্যবস্থা করা হয়েছিল এদিন। সেমিনারে বিভিন্ন এক্সপার্ট দিয়ে পড়ুয়ারা আগামী দিনে কিভাবে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে।