সিউড়ি ১: সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর বক্কেশ্বর ব্রিজের উপরে বিপদজনক ভাবে উঠে আছে লোহার পাতি
Suri 1, Birbhum | Sep 16, 2025 বক্কেশ্বর ব্রিজের উপরে বিপদজনকভাবে উঠে আছে লোহার পাতি। প্রায় সময় ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা। সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার ১৪ নম্বর জাতীয় সড়কের ওপরে বক্কেশ্বর ব্রিজের উপরে রয়েছে সেই লোহার পাতি। মঙ্গলবার দিন এমনটাই ছবি ধরা পড়েছে।