ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে পুলিশ প্রশাসনে বড় রদবদল: নতুন Dy.SP হিসেবে আসছেন Md. Ahsan Quadri
ঝাড়গ্রাম জেলা পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ পদে হলো রদবদল। শুক্রবার বিকেলে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী ঝাড়গ্রামের বর্তমান Dy.SP (D&T) বদলি হয়ে যাচ্ছেন DSP হেডকোয়ার্টার, হুগলিতে। তার জায়গায় নতুনভাবে ঝাড়গ্রামে দায়িত্ব নিতে চলেছেন Dy.SP (DNT) Md. Ahsan Quadri। নির্দেশিকা প্রকাশের পর প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা। নতুন দায়িত্বে আসা আধিকারিকের নেতৃত্বে জেলার আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক নজরদারিতে কতটা পরিবর্তন আসে, এখন সেদিকেই তাকিয়ে ঝাড়গ্রামবাসী।