নওদা: গোঘাটা জলঙ্গী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে উপচে পড়ল জনসমুদ্র
মুর্শিদাবাদে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে উপচে পড়ল জনসমুদ্র। শনিবার বিকেলে নওদা থানার গোঘাটা জলঙ্গি নদীতে আয়োজিত হলো জমজমাট নৌকা বাইচ। এই প্রতিযোগিতায় অংশ নেয় মোট বারোটি দল। নদীর দুই ধারে ভিড় জমায় হাজারো মানুষ। উৎসাহ আর করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন দর্শকেরা। গ্রামীণ সংস্কৃতির এই ঐতিহ্যবাহী খেলাকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।