আজ অর্থাৎ শনিবার বিকাল ৪ টে নাগাদ আমাদের পাড়া আমাদের প্রকল্পের আয়তায় ক্যানিং পূর্বের অন্তর্গত তাম্বুলদাহ ওয়ান এর মৌখালী ২৪৫ বুথের পানীয় জলের জন্য সাবমার্সেবল বসানো হল। এদিন এলাকার মানুষ শুভ উদ্বোধন করলেন ।উপস্থিত ছিলেন বুথের তৃণমূল বুথ সভাপতি,পঞ্চায়েত মেম্বার ও অন্যান্য কর্মীগণ ।