বলরামপুর: পুরুলিয়া জেলার প্রায় ৫০টি কেন্দ্রে সমর বাগচী গণিত প্রতিভা অনসুন্ধান পরীক্ষা অনুষ্ঠিত হলো
সারা রাজ্যের সাথে সাথে পুরুলিয়া জেলা ব্যাপী সমর বাগচী গণিত প্রতিভা অনসুন্ধান' পরীক্ষা অনুষ্ঠিত হলো। শনিবার সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত পুরুলিয়া জেলার প্রায় ৫০ টি পরীক্ষা কেন্দ্রে বিভিন্ন শ্রেণীর সাড়ে তিন হাজার ছাত্র ছাত্রী পরীক্ষায় বসে।