সামনেই বিধানসভা নির্বাচন। ফলতো রাজ্যজুড়ে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর বিজেপি। সেইমতো গুসকরা শহরে রবিবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ পরিবর্তন সভা করল বিজেপি। সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুশান্ত বিশ্বাস, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক গনেশ সরকার, গুসকরা নগর বিজেপির সভানেত্রী দেবযানী গড়াই, গুসকরা নগর বিজেপির প্রাক্তন সভাপতি পতিত পবন হালদার সহ অনান্যরা। এদিনের সভা থেকে তৃণমূল ও সিপিআইএমকে লাগাতার আক্রমণ করেন বিজেপির পদাধিকারীরা।