সামনেই ২০২৬ বিধানসভার ভোটের আগেই ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে প্রতিটি ব্লকে ব্লকে চলছে পথসভা। আজ ওন্দা বিধানসভার চুড়ামনিপুর অঞ্চলের গোপালপুর গ্রামে অনুষ্ঠিত হল একটি পথসভা। উপস্থিত ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।
ওন্দা: ওন্দা বিধানসভার চুড়ামনিপুর অঞ্চলের গোপালপুর গ্রামে একটি পথসভা অনুষ্ঠিত হল, উপস্থিত বিজেপি বিধায়ক - Onda News