মুর্শিদাবাদ জিয়াগঞ্জ: নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী,স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়ের আশায় সমগ্র পরিবার
ইংরেজরা দেশ ছেড়েছেন বহু দিন হল, কিন্তু নবাবি ঐশ্বর্য এখনও লালবাগের মাটিতে মিশে আছে গর্বের সুরে। সেই নবাবি মেজাজকেই সঙ্গী করে মুর্শিদাবাদের লালবাগ থেকে রাজধানীর পথে পা বাড়াচ্ছেন এক তরুণী, যার নাম রুদ্রাক্ষী চক্রবর্তী। যে তার স্বপ্নকে আঁকড়ে ধরে নিজের জীবনযুদ্ধে জয়লাভ করার পথে। সুভাষচন্দ্র বসু সেনেটারি কলেজের তৃতীয় সেমিস্টারের এনএসএস স্বেচ্ছাসেবী রুদ্রাক্ষী ইস্ট জোন প্রজাতন্ত্র দিবসের প্রাক-প্যারেড ক্যাম্পে নির্বাচিত হয়েছেন।