গলসি ২: গলসি থানার অন্তর্গত বড়দীঘি ১৯নম্বর জাতীয় সড়কে অজানা লরির ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি
বুধবার বিকেল ৪:৩০ মিনিটে গলসি থানার অন্তর্গত বড় দীঘি ১৯নম্বর জাতীয় সড়কে অজানা লরির ধাক্কায় গুরুতর জখম এক ব্যক্তি। বয়স আনুমানিক (৩৫) যন্ত্রণায় কাতর ওই ব্যক্তি নিজের নাম পরিচয় ঠিকমতো বলতে পারেনি তবে জানা গেছে বড়দিঘী এলাকায় তার আত্মীয়র বাড়িতে সে এসেছিল। রাস্তার ধারে দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর গলসি থানার পুলিশের সহযোগিতায় স্থানীয় মানুষ জন তাকে উদ্ধার করে Bmch নিয়ে যায়। জানাগেছে ওই ব্যক্তির দুটি পা গুরুতর জখম হয়েছে।