আউশগ্রাম ১: আউশগ্রামের তকিপুরে মন্দিরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ, স্বস্তিতে এলাকাবাসী
আউশগ্রামের তকিপুরে মন্দিরে চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করল গুসকরা ফাঁড়ির পুলিশ। ধৃতদের শনিবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম কামরুল মীর, শেখ সাদেকুল ও আশরাফুল শেখ। তারমধ্যে কামরুল ও সাদেকুলের বাড়ি বীরভূমের বোলপুর এলাকায় এবং মঙ্গলকোটের বৈঁচি এলাকার বাসিন্দা আশরাফুল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে তকিপুর গ্রামের চারটি মন্দিরের প্রণামী বাক্স ভেঙে চুরি হয়।