নওদা: নওদার আমতলা রুরাল হসপিটালে রোগীদের স্বস্তির উদ্যোগ—বিধায়ক শাহিনা মমতাজ খানের হাতে দু’টি এসি উদ্বোধন
নওদার আমতলা রুরাল হসপিটালে রোগীদের স্বস্তির উদ্যোগ—বিধায়ক শাহিনা মমতাজ খানের হাতে দু’টি এসি উদ্বোধন মুর্শিদাবাদের নওদার আমতলা রুরাল হসপিটালের নতুন ভবনে রোগীদের আরামদায়ক চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে বড় পদক্ষেপ। নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক শাহিনা মমতাজ খান এর উদ্যোগে দু’টি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই এসি দুটির উদ্বোধন করেন বিধায়ক স্বয়ং। স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগে রোগীদের চিকিৎসা পরি