সবং: সবং এর তেমাথানি পল্লীশ্রী ক্লাবের দুর্গ পুজোর মেলাতে জাগোবাংলা উদ্বোধন করলেন শেষ মন্ত্রী মানব সঞ্জয়
বুধবার রাত্রি নটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি এলাকায় পল্লীশ্রী ক্লাবের দুর্গ পুজোর মেলাতে গিয়ে জাগো বাংলার স্টল উদ্বোধন করলেন সবং বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া। সঙ্গে ছিলেন সবুজের প্রাক্তন বিধায়ক গীতা রানী ভূঁইয়া। জাগো বাংলা স্টল থেকে একাধিক বই বিক্রি হবে দাবী মানস রঞ্জন ভুঁইয়ার।