ঝাড়গ্রাম: শিক্ষা ও কাজের দাবিতে ঝাড়গ্রাম শহরে মিছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনের
শিক্ষা ও কাজের দাবিতে ঝাড়গ্রাম শহরে মিছিল বামপন্থী ছাত্র যুব সংগঠনের। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে মিছিল করে মিছিল পৌঁছায় ঝাড়গ্রামের SDO অফিস প্রাঙ্গণে।সেখানে শিক্ষা ও কাজের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন বামপন্থী ছাত্র যুবরা। সংগঠনের ছাত্র যুবদের একটি প্রতিনিধি দল SDO অফিসে ডেপুটেশন প্রদান করেন। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বাম সংগঠন DYFI -র দলীয় নেতৃত্বরা।