মন্তেশ্বর: মালডাঙ্গা বাজারে বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান" শিবির ও বস্ত্র বিতরণ
বিশ্বকর্মা পুজো উপলক্ষে মঙ্গলবার সকালে মন্তেশ্বরে মালডাঙ্গা ব্যবসায়ী সমিতি ও বাস ইউনিয়ন সমিতির পক্ষ থেকে "স্বেচ্ছায় রক্তদান" শিবির অনুষ্ঠিত করা হয়। রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে ১২০ জন "স্বেচ্ছায় রক্তদান" করেছেন বলে জানান, বাস ইউনিয়নের সভাপতি সব্যসাচী দাঁ। এদিন বিকালে বিশ্বকর্মা পুজো মন্ডপ উদ্বোধন করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন সেখ ও মন্তেশ্বর থানার আই সি বিপ্লব পতি।