পুরুলিয়া ১: রাস পূর্ণিমা উপলক্ষে গৌরাঙ্গ মঠে অন্তজেলা থেকে আগত ভক্তদের ভিড়
আজ রাস পূর্ণিমা উপলক্ষে সিন্দারপট্টি শ্রী শ্রী গৌরাঙ্গ মঠে লক্ষ্য করা গেল এক হাজারেরও বেশি ভক্তদের ভিড়। আজ রাস পূর্ণিমা, সেই উপলক্ষে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মঠে গুরুদেবের পাঠ শোনার জন্য বিভিন্ন জেলা থেকে ভক্তরা আসেনন প্রতি বছর এই গৌরাঙ্গ মঠে। সেই চিত্র তুলে ধরা হলো এ দিন দুপুরে আজকের এই প্রতিবেদনে।