কুলতলি: সেরের ব্যবস্থাপনায় বাঘে আক্রান্ত পরিবার ও কাঁটামারি বালক সংঘের ৫ শত ছাত্রছাত্রী পেল পূজা উপহার
কলকাতা স্বেচ্ছাসেবী সংগঠন শের তাদের ব্যবস্থাপনায় কুলতলির কাঁটামারির বাঘে আক্রান্ত পরিবার ও এলাকার ৫শত ছাত্রছাত্রী পেল পূজা উপহার ।এই সংগঠনটি সুন্দরবনের একাধিক ব্লকে কাজ করে চলেছে দীর্ঘদিন ধরে। মূলত বাঘ লোকালয় বাঘকে যেমন ফিরিয়ে দেওয়া। এর সঙ্গে যুক্ত কুইক রেসপন্স টিম বনদপ্তর এর কর্মীদের শীতবস্ত্র বর্ষা প্রয়োজনের জিনিসপত্র তারা দিয়ে সহযোগিতা করেন সেই চিত্র দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।