দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের ভাসলিয়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় মা ও ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, তদন্তে পুলিশ
পাওনা টাকা চাওয়ায় ছেলে ও মাকে বেধরক মারধরের অভিযোগ উঠল প্রতাপ দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার রাত আটটা নাগাদ ঘটনাটি করেছে দেগঙ্গা ব্লকের ভাসলিয়া গ্রামে। শনিবার বেলা ১১.৩০ টা নাগাদ প্রতাপ দাসের বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মা বীণা দাস। বিনা দেবীর দাবি প্রতাপ দাসের কাছে বারোশো টাকা পেত আমার ছেলে বিশু দাস। বারংবার চাইলেও সেই পাওনা টাকা প্রতাপ দেয়নি বলে অভিযোগ। শুক্রবার রাত আটটা নাগাদ ফের পাওনা টাকা চায় বিশু। এ সময় প্রতাপ