পুরাতন মালদা: ঝলঝলিয়ার ১০ ফুটের বিশ্বকর্মা প্রতিমা গেল পুরাতন মালদা থেকে
বিশ্বকর্মা পূজার আগমনী সুর, প্রতিমা নিয়ে যাচ্ছে ভক্তরা আর মাত্র একদিন পরেই বিশ্বকর্মা পূজা। তারই প্রস্তুতিতে এখন সরগরম মালদার বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ পুরাতন মালদার বাঁশহাট এলাকায় দেখা গেল এক বিশেষ দৃশ্য—ভক্তরা ১০ ফুট উঁচু বিশ্বকর্মার প্রতিমা নিয়ে যাচ্ছেন পূজামণ্ডপে। প্রতিমা বহনের মুহূর্তে ভক্তদের মধ্যে ছিল উৎসবের আবহ।। জানা গেছে, মালদার ঝলঝলিয়া এলাকায় প্রতিমা স্থাপন করে আগামীকাল ধুমধাম করে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজা। পুজোর প্রস্