বর্ধমান ১: শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির,ময়নাতদন্ত হয় বমছ- এ
মৃতের নাম আনারুল হক,৪১ তার বাড়ি বীরভূম জেলার নানুর থানার পালিটা গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, আনারুল শিলিগুড়িতে বিষফ্রম বিস্কুট কোম্পানিতে কাজ করতো। সপ্তাহখানেক আগে বাইক নিয়ে বিষফ্রম বিস্কুট কোম্পানিতে যাওয়ার সময় ফুলবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যায়। সেখানে গুরুতর আহত হয় তিনি, তাকে উদ্ধার করে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়, সেখান থেকে তাকে কলকাতায় নিয়ে যায় হয়। এরপর তাকে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করে।