ভরতপুর ১: অপূর্ব বনাম হুমায়ুন দ্বন্দ্বে চুপ নেই বিরোধীরা! ভরতপুরের তৃণমূলের অন্দরযুদ্ধে হাসছে বিরোধীরা
জেলা সভাপতিকে “পদ্মা পার করানোর” হুঁশিয়ারি দলেরই বিধায়কের! মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার কাঞ্চনগড়িয়া এলাকায় বিজয়া সম্মেলনীর মঞ্চে ঘটে গেল তৃণমূল কংগ্রেসের অন্দরকলহের নাটকীয় দৃশ্য। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির প্রকাশ্যে দলের জেলা সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকারকে “পদ্মা পার করানোর” হুঁশিয়ারি দেন!যদিও পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েননি জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার।অন্যদিকে, এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করেছে বিরোধীরা।