নারায়ণগড়: জলস্তর কমছে কেলেঘাই নদীর, স্বস্তিতে নদী তীরবর্তী নারায়ণগড় এলাকার মানুষ
প্রসঙ্গত পুজোয় লাগাতার বৃষ্টির ফলে জল বেড়েছিল কেলেঘাই নদীর। নদী তীরবর্তী এলাকার মানুষ আশঙ্কা করছিলেন বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এভাবে বৃষ্টি চলতে থাকলে। কেলেঘাই নদীর জলস্তর। অবশেষে বৃষ্টি থামতে কেলেঘাই নদীর জলস্তর নামতে শুরু হয়েছে স্বস্তিতে নদী তীরবর্তী নারায়ণগড় এলাকার মানুষ।