তেলিয়ামুড়া: মোহরছড়া বাজারে অনিন্দিতা টেক্সটাইল দ্বারা আয়োজিত লাকি ড্র কুপনের পুরস্কার বিতরণ করা হয়, উপস্থিত ছিলেন দুই বিধায়করা
রবিবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নাগাদ মোহরছড়া বাজারে অনিন্দিতা টেক্সটাইল দ্বারা আয়োজিত লাকি ড্র কুপনের পুরস্কার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ও কল্যাণপুর বিধানসভার দুই বিধায়ক যথাক্রমে কল্যাণী সাহারায় ও পিনাকী দাস চৌধুরী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় বিধায়করা। শারদীয়া পূজা উপলক্ষে এই লাকি ড্র কুপনের আয়োজন করা হয়েছিল।