মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় সারাভারত ক্ষেতমজুর গ্রামীণ ইউনিয়নের কনভেনশন অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ।এদিনের কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সম্পাদক পবিত্র বর্মন,জেলা কমিটির সদস্য ভারতী বর্মন প্রমুখ।জেলা কমিটির সদস্য ভারতী বর্মন জানান এদিনের কনভেনশনে সাংগঠনিক বিষয় সহ দলীয় কর্মসূচির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।