গোপীবল্লভপুর ১: বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ছাতিনাশোলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করল গোপীবল্লভপুর ব্লক তৃণমূল কংগ্রেস
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে বিজয়া সম্মিলনী এবং প্রবীণ ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করল গোপীবল্লভপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেস। শনিবার ছাতিনাশোল হাইস্কুল মাঠে হয় তৃণমূলের এই বিজয়া সম্মিলনী। এদিনের মঞ্চে দলের প্রবীণ নেতৃত্বদের সংবর্ধনা প্রদান করা হয়। ব্লক তৃণমূলের এই বিজয়া সম্মিলনীর মঞ্চে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দুলাল মুর্মু, চেয়ারপারসন বীরবাহা সরেন টুডু,হেমন্ত ঘোষ।