গোপীবল্লভপুর ২: তালগ্রামে গভীর রাতে আগুনে ভস্মীভূত হল বসতবাড়ী,আগুনে পুড়ে মৃত্যু হয় প্রৌঢ় ব্যক্তির,পরিবারের পাশে দাঁড়ল ব্লক প্রশাসন
মঙ্গলবার গভীর রাত হঠাৎ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হল গোপীবল্লভপুর ২, ব্লকের তালগ্ৰাম গ্রামের একটি বসতবাড়ি। গভীর রাতে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল এক প্রৌঢ় ব্যক্তি। জানা গিয়েছে,গভীর রাতে স্থানীয় মঙ্গল মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন।তবে ততক্ষণে সব শেষ পুড়ে ছাই হয়েছে পুরো বাড়ি। পাশাপাশি বাইতে ঘুমন্ত অবস্থায় প্রাণ গিয়েছে মঙ্গল মল্লিক নামে বছর ৭০, এর এক ব্যক্তির।