কালনা ২: পড়াশোনা না করে মোবাইল নিয়ে খেলা, মায়ের বকাবকিতে অভিমানে আত্মঘাতী কিশোর, শ্বাসপুরের ঘটনায় এলাকায় শোকের ছায়া
সামনেই মাধ্যমিক পরীক্ষা পড়াশোনা না করে ফোন নিয়ে ঘাটাঘাটি করছিল ছেলে। সেই কারণে মায়ের বকাবকি , অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক কিশোর। মৃত ওই কিশোরের নাম শুভজিৎ মধু (১৬) বাড়ি কালনা থানার অন্তর্গত শ্বাসপুর দিঘির উত্তরপাড় এলাকায়। শুক্রবার ভোরে বাড়িতেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতের মামা সুভাষ পাল কালনা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, পড়াশোনার জন্য বোনের বকাবকির কারণে এই ঘটনা বলে আমাদের অনুমান।