মেখলিগঞ্জ: বাংলাদেশের বুড়িমারী বিজিবি চেকপোস্টে আটক চ্যাংড়াবান্ধার ভারতীয় এক পণ্যবাহী ট্রাক; উদ্ধার সীসা ও ওষুধ
বুড়িমারি স্থলবন্দরে বিজিবি চেকপোস্টে চ্যাংড়াবান্ধার ভারতীয় পণ্যবাহী এক ট্রাক থেকে ২৭২ কেজি সীসা ও বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ট্রাকটির চালক সমীর পালকে আটক করা হয়েছে। জানা গেছে, আটক ট্রাকটি চ্যাংড়াবান্ধা চেকপোস্ট হয়ে বৃহস্পতিবার বাংলাদেশে পণ্য নিয়ে যায়। পণ্য খালাসের পর দুপুর নাগাদ ফেরত আসার সময় বুড়িমারি বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ট্রাকটিতে অনুসন্ধান চালান। এ সময় ট্রাকের ভেতর লুকোনো অবস্থায় এসব উদ্ধার হয়।