পুরুলিয়া ১: ৯ নম্বর মন্ডলের বিজয়া সম্মেলন উপলক্ষে প্রস্তুতি বৈঠক চাকলতোড় অঞ্চল বিজেপি কার্যালয়ে
বলরামপুর 9 নম্বর মন্ডলের আগামী ২৫ তারিখে বিজয়া সম্মেলন উপলক্ষে একটি প্রস্তুতি বৈঠক ও সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো এদিন বিকেলে চাকলতোড় অঞ্চল বিজেপি কার্যালয়ে। আজকের এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন 9 নম্বর মন্ডলের সভাপতির বিকাশ রেওয়ানি, ওবিসি মোর্চার জেলার সাধারণ সম্পাদক সুশীল মাহাতো, বিজেপি নেতা গৌতম মাহাতো, সন্দীপ গোপ ছাড়া আরও অন্যান্য বিজেপি নেতৃত্বরা।