দুবরাজপুর: চিনপাই অঞ্চলে ‘বাংলার ভোট রক্ষা শিবির’ পরিদর্শনে সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী
আজ সন্ধ্যা সাতটা নাগাদ সিউড়ি বিধানসভার দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলে আয়োজিত প্রতিটি বুথভিত্তিক ‘বাংলার ভোট রক্ষা শিবির’-এর কার্যক্রম পরিদর্শন করেন সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী। এই শিবিরগুলির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের আইনি অধিকার সুনিশ্চিত করা এবং ভোটাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা।