পুরুলিয়া ১: SIR সম্পর্কিত বাংলার ভোটরক্ষা সোনাইজুড়ি শিবিরে উপস্থিত সভাধিপতি ,পঞ্চায়েত সমিতির সভাপতি
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার ভোটাধিকার রক্ষার্থে আজকে বলরামপুর বিধানসভার অন্তর্গত সোনাইজুড়ী অঞ্চল তৃণমূল-কংগ্রেসের তৈরি SIR সম্পর্কিত বাংলার ভোট রক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত , পঞ্চায়েত সমিতির সভাপতি পদ্মাবতী মাহাতো, হংসেশ্বর মাহাতো ছড়াও আরো অন্যান্যরা এদিন দুপুরে।