দুবরাজপুর: গরু চরাতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু, সেতুর দাবিতে সরব গ্রামবাসী
সদাইপুর থানার ঝরিয়া মহম্মদপুর গ্রামে গরু চরাতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হল শেখ রকিবের (৬০)। রবিবার সকাল ১১টার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সোমবার দুপুরে বক্রেশ্বর নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে গরুগুলো বাড়ি ফিরে এলেও রকিব আর ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পর সকালে নদীর জলাধারের গেট বন্ধ করে জল কমানো হলে তাঁর দেহ পাওয়া যায়। গ্রামবাসীদের অভিযোগ, নদীর উপর সেতু না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।