শিশু দিবস পালিত হল গুসকরা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ১৮৮৯ সালের এই দিনটিতে জন্ম নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জহহরলাল নেহেরু। ফলতো শুক্রবার দিনভর নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে উৎযাপন করা হল। এদিন আনুমানিক দুপুর ১টা নাগাদ ওই অনুষ্ঠানে উপস্থিত হন গুসকরার পুরপ্রধান কুশল মুখোপাধ্যায় সহ অনান্যরা। আর কচিকাচাদের খুশি রাখতে এদিন কোনও খামতি রাখা হয় না। শিশুদের হাতে তুলে দেওয়া হয় উপহার। পুরপ্রধান এদিন স্কুলের বাচ্চাদের হাতে তুলে দেন চকলেট।