গোঘাট ২: লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর কথায় ক্ষোভ প্রকাশ করলেন ভাবাদিঘি এলাকার গ্রামবাসীরা অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর।
আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালী বাগের কথায় ক্ষোভ প্রকাশ করলেন গোঘাটের ভাবাদিঘি এলাকার গ্রামবাসীরা । গ্রামবাসীরা জানায় মিতালী বাগ কাটালির পচা খালি থেকে বলেছিলেন ভাবাদিঘি এলাকার গ্রামবাসীরা তৃণমূলকে ভোট না দিলে ঝাঁটা মারা হবে।যদিও এ বিষয়ে লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জানায় ভিডিও ফুটেজ সম্মুখে আনা হোক দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে আসবে।