পূর্বস্থলী ২: পাটুলির নারায়ণপুর এলাকায় মাটি বোঝাই ট্রাক্টর এর সাথে বাইক আরোহীর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশে
গঙ্গার পড়ে যাওয়া চড়ের অংশের পলি মাটি সহ জমি থেকে মাটি কেটে দিন রাত চলছে পাচার। পাটুলি এলাকার রাত নামলেই এমন ঘটনা ঘটছিল বিগত কয়েক দিন ধরে। গত বুধবার সেই মাটি বোঝাই ট্রাক্টর এর ধাক্কায় এক বাইক গুরুতর জখম হয়। এবার দুর্ঘটনার সময়কার সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল। এদিন মঙ্গলবার ভাইরাল হবার সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছেএকটা মাটি বোঝাই ট্রাক্টর এর সাথে বাইক আরোহীর সজরে ধাক্কা লাগছে।