মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের ভোজনের ছড়া এলাকা থেকে অবৈধভাবে মাটি বোঝাই করে বহনের দায়ে নিশিগঞ্জ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রাক্টর গাড়ি আটক করে একজনকে গ্রেপ্তার করলো।মঙ্গলবার বিকেল তিনটে তিরিশ নাগাদ এদিন নিশিগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি বোঝাই একটি ট্রাক্টর গাড়ি আটক করে একজনকে গ্রেপ্তার করে।পুলিশ জানিয়েছে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্তে পুলিশ।