গোপীবল্লভপুর ১: জঙ্গলমহলের ঐতিহ্যবাহী বাঁদনা পরব পালিত হল গোপীবল্লভপুরের চুনঘাটি গ্রামে,বাঁদনা পরব উৎসবে মাতলেন এলাকার মানুষজন
জঙ্গলমহলের ঐতিহ্যবাহী বাঁদনা পরব পালিত হল গোপীবল্লভপুরের চুনঘাটি গ্রামে। বুধবার বিকালে গ্রামবাসীরা উৎসাহের সঙ্গে গরু খুঁটিয়ে ঐতিহ্যবাহী উৎসব পালন করেন।তিন দিন ধরে গোয়াল পুজা,গরু জাগরণ এর পর এদিন হয় গরু খুঁটানো কর্মসূচি। খুঁটিতে গরু বেঁধে নির্দিষ্ট গান গাইতে গাইতে গরুকে নাচানো হয়।যা বাঁদনা পরবের একটি উল্লেখযোগ্য অংশ।