দুবরাজপুর: বিক্ষোভের পর দুবরাজপুর স্টেশন ম্যানেজার এস.কে. চৌধুরী কি জানালেন! দেখুন
ঠাকরুন বাঁধে যাওয়ার রাস্তা ঘিরে নেওয়ার প্রতিবাদে দুবরাজপুর রেল স্টেশনে তৃণমূল কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। দুর্গাপুজোর দোলা আনা ও বিসর্জনে অসুবিধার অভিযোগে এই কর্মসূচি নেয় তৃণমূলের শহর নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মলয় মুখার্জি, শহর সভাপতি স্বরূপ আচার্য, পৌর চেয়ারম্যান পীযূষ পান্ডে, এ প্রসঙ্গে রবিবার দুবরাজপুর স্টেশন ম্যানেজার এস.কে. চৌধুরী জানান, “রেল নিজস্ব জমিতেই ঘের দিয়েছে। তবুও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।"