ক্যানিং ২: ক্যানিং পূর্বের সর্বোচ্চ লিড প্রাপ্ত অঞ্চল সংগঠন কতটা মজবুত ? জানালেন এলাকার নেতৃত্বরা
ক্যানিং পূর্বের সর্বোচ্চ লিড দেওয়া অঞ্চলে প্রস্তুতি সভা এলাকার বিধায়ক শওকত মোল্লার বিরোধীদের ট্রেলার দেখাবেন বলে দাবি শওকত মোল্লার। আগামী ১৬ ই' নভেম্বর সুন্দিয়া চলো,এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক,যা এর আগে দেখা যায়নি। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যা ৭ টা নাগাদ তারই প্রস্তুতি হিসাবে নিজের বিধানসভায় কলিকাতলা অঞ্চলে কর্মী সভা করলেন, বিধায়ক শওকত মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ জাহির সহ এলাকার