কন্যা হওয়ার আনন্দে পরিবার। রতুয়া হাসপাতাল থেকে সদ্যোজাত কন্যা সন্তান সহ তার সন্তানের মাকে বাড়ি নিয়ে গেলেন পরিবার বর্গ। পেছনে শতাধিক গ্রামবাসী গান বাজিয়ে, হৈহুল্লোড় করতে করতে ফিরলেন গ্রামে। সোমবার কন্যা সন্তান হওয়ার আনন্দে এমনই মন ভালো করা ছবি নজরে এল মালদার রতুয়া গ্রামীন হাসপাতালে। জানা গেছে, নুরপুর বরমপুর গ্রামের বাসীন্দা সেখ জিয়াউল স্ত্রী গত শনিবার রতুয়া গ্রামীণ হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন।সুসজ্জিত গাড়িতে করে আনন্দে বাড়ি নিয়ে আসেন।